India Post Payment Bank Gramin Dak Sevak Reqruitment 2022

 চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুখবর। এবার ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গ্রামীণ ডাক সেবক পদে শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ কিংবা ভারতের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থীরা ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে আবেদন করতে চান, সেই সকল চাকরি প্রার্থী আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -







শূন্যপদের নাম : ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে গ্রামীণ ডাক সেবক (India Post Payment Bank Gramin Dak Sevak Reqruitment 2022)




শূন্যপদ : 650 টি




কীভাবে আবেদন করবেন? 


যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এছাড়াও নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। 




আবেদনের তারিখ সমূহ : অনলাইনে আবেদন গ্রহন শুরু হয়েছে 10/05/2022 তারিখ থেকে এবং অনলাইন আবেদন গ্রহন চলবে 20/05/2022 তারিখ অবধি। অনলাইনে আবেদন ফী জমা করার শেষ তারিখ 20/05/2022। 



 



নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী ভারতীয় পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে জুন মাস নাগাদ এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 




মাসিক বেতন : ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে গ্রামীণ ডাক সেবক পদে মাসিক বেতন হিসেবে দেওয়া হবে 30,000/- টাকা। এছাড়াও প্রতিবছর ইনক্রিমেন্ট হিসেবে বেতন বাড়বে। 



 



শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 




বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 20 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। 



 



নিয়োগ পরীক্ষা ও অফিসিয়াল নোটিশ : অফিসিয়াল নোটিশ অনুযায়ী লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হলেও তার সম্ভাব্য তারিখ হিসেবে জুন মাস জানানো হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে। 




আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে বা অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক করুন। 


Join our WhatsApp group

Join our Telegram channel

Govt Job Update WhatsApp



 Official notification 👆







Comments

Popular posts from this blog

Top 5 Local Job

ICDS WB Anganwadi Recruitment 2022