মাধ্যমিক পাশে বিভিন্ন ব্লক তথা GP অনুযায়ী স্বাস্থ্য কর্মী নিয়োগ | WB Health Recruitment 2022

 এবার রাজ্যে এক বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গে জেলা লেভেলে স্বাস্থ্য কর্মী পদে নেওয়া হবে কর্মী। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যারা ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য বিশেষ সুবর্ণ সুযোগ এটি। রাজ্যের নানান ব্লক তথা জিপি অনুযায়ী কর্মীদের নিযুক্ত করা হবে। সব থেকে বড় কথা হলো, কোনো রকম পরীক্ষা নেওয়া


হচ্ছে না এখানে। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।



WB Health Recruitment 2022


নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা লেভেলে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশন এর আদেশনামা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ব্লক এবং ব্লকের অধীনস্থ বিভিন্ন GP তে স্বাস্থ্য কর্মীদের নিয়োগ করা হবে।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি। সেক্ষেত্রে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।




প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর রাখা হয়েছে আবেদন করার জন্য। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।



যেভাবে আবেদন জানাবেন: মূলত অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে নিচে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।


2. নিচে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিন।


3. তারপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এই আবেদনপত্রটি।


4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।


5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন, সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।


6. সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে জুড়ে দিন ফর্মের সঙ্গে। এবং সেগুকি একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,



1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট


2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড


3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট


4. বিশেষ করে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট


5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে


6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে


7. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার



কর্মী নিয়োগ প্রক্রিয়া: আগেই বলা হয়েছে যে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে।


1. সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর সেগুলি ভালো করে শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।


2. শর্ট লিস্টিং করা হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ওপর।


3. যাইহোক, শর্ট লিস্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য।


4. সেখানে তাদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।


5. তারপর যোগ্য প্রার্থীদের নিয়ে গড়ে তোলা হবে একটি মেরিট লিস্ট। এর ভিত্তিতেই করা হবে নিয়োগ।



আবেদনের সময়সীমা: আগামী 30/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।


OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE



MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।

TELEGRAM CHANNEL: JOIN HERE



Comments

Popular posts from this blog

India Post Payment Bank Gramin Dak Sevak Reqruitment 2022

Top 5 Local Job

ICDS WB Anganwadi Recruitment 2022